
স্টাফ রিপোর্টার :: বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার চরসোনাপুর গ্রামে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বাদীর বসতঘরে ঢুকে হামলা চালিয়ে মালামাল লুট করে নেয়ার অভিযোগে দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফসানা শারমিন ইভা ওই আদেশ দেন।
ওয়ারেন্টভুক্ত আসামি হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার ২ নং লতা ইউনিয়নের চরসোনাপুর গ্রামের মৃত সেকান্দার আলী হাওলাদারের পুত্র মো. হুমায়ুন কবির শাহীন (৪৫), মৃত সেরাজুল ইসলাম হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৪২) ও মো. হুমায়ুন কবির শাহীনের ছেলে মো. হৃদয় হাওলাদার (২২)। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৪ সালের ২১ নভেম্বর মামলাটি দায়ের করেছিলেন চরসোনাপুর গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে নিজাম তালুকদার (৫৫)।
আদালত সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত ওই তিন আসামি ২ লাখ টাকা চাঁদা দাবি করলে বাদী বিষয়টি দায়েরকৃত মামলার ১নং সাক্ষী মো. আছিবুর রহমান কেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। এই ১নং সাক্ষী চট্টগ্রামে ব্যবসা করার সুবাদে তার চরসোনাপুর গ্রামে থাকা টিন সেট বসতঘরে বসবাস করতেন বাদি। একইসাথে ১নং সাক্ষীর কৃষি জমি দেখাশুনার পাশাপাশি চাষাবাদ করে পরিবার নিয়ে জীবন-যাপন করত মামলার বাদী।
হঠাৎ ২০২৪ সালের ১৮ নভেম্বর বিকেলে ধারালো অস্ত্র নিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসামীরা দাবিকৃত ওই চাঁদার দাবিতে অটল থাকে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আসামীরা বাদির বসতঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাদি বাঁধা দিলে আসামীরা তাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে বেদম মারধর করে। পরবর্তীতে সকল ঘটনা তুলে ধরে বাদী মামলা দায়ের করলে আদালতের বিচারক বরিশাল গোয়েন্দা শাখা (ডিবি) কে ২০২৪ সালের ২২ ডিসেম্বর তারিখের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আখতারুজ্জামান আদালতে চার্জশিট প্রাদান করলে বিচারক ওই আদেশ দেন।
চার্জশিটে উল্লেখ রয়েছে- আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩২৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮৭/৪২৭/৩৭৯/৫০৬ (দ্বিতীয় অংশ) ধারা অপরাধ সংঘটনের প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। বাদী এজাহারের বর্ণনার ন্যায় বক্তব্য দিয়েছেন। যা ফৌঃ কাঃ বিঃ ১৬১ ধারা মোতাবেক জবানবন্দি করা হয়। তবে দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা কোনো আসামিকে ঘটনার সাথে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে ঘটনার বর্ণনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিলেন ভুক্তভোগী কৃষক ও দায়েরকৃত মামলার বাদী মোঃ নিজাম উদ্দিন তালুকদার। তখন তিনি বলেছিলেন- দায়েরকৃত মামলার ১নং আসামী মোঃ হুমায়ুন কবির শাহীন মেহেন্দিগঞ্জ উপজেলার ২নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি। গত ৫ আগষ্টে আ.লীগ সরকারের পতনের পর এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড সহ চাঁদার দাবীতে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।


