
গত ১৯ ফেব্রুয়ারি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা ও বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে বরিশালের সাবেক বিএনপি নেতা হারুন অর রশিদের বিরুদ্ধে “বরিশালে সরকারি জমি দখল করে বহিষ্কৃত বিএনপি সাবেক কাউন্সিলরের দখল বাণিজ্য” শিরোনামে প্রকাশিত নিউজে আমাকে নিয়ে অসত্য তথ্য নির্ভর তথ্য উপস্থাপন করা হয়েছে।
এতে করে আমাকে বেশ বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এবং আমার যতেষ্ট মানহানি হচ্ছে।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে “বরিশালের পোর্ট রোডের কীর্তনখোলা নদীরতীর ট্রলার ঘাট সংলগ্ন বিআইডব্লিওর জমি অবৈধভাবে দখল করে তরমুজের ব্যবসার জন্য ভাড়া দেয়ার অভিযোগ” উল্লেখ করা হয়েছে! যাহা সম্পূর্ন অসত্য ও মিথ্যা, ব্যাক্তিগত স্বার্থে সাংবাদিক ভাইদের ভুলভাল বুঝিয়ে একটি ষড়যন্ত্রকারী চক্র তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিন ধরে এমন বানোয়াট অভিযোগ করে যাচ্ছে যার কোন বৃত্তি নেই। মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচারের কারণে সামাজিকভাবে মান ক্ষুন্ন হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, হারুন অর রশিদ সাবেক কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন ৯নং ওয়ার্ড।