ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে পরি*ত্যক্ত পাঠাগার ভবনে আ*গুন

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে পরি*ত্যক্ত পাঠাগার ভবনে আ*গুন

পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত একটি পাঠাগার ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন পাঠাগারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই ভবনে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। পাঠাগারটি দীর্ঘদিন ধরে বখাটে কিশোরদের আড্ডাস্থল ও মাদক সেবনের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, মাদক সেবন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বাউফল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাব্বির আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই পাঠাগারে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল রেখেছিলেন। অগ্নিকাণ্ডে তাদের পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’