ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালে আনসার ও গ্রাম প্রতির.ক্ষা বাহিনীর জেলা সমা.বেশ

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক সাইফুল্লাহ রাসেল বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী যে দুর্গা পূজা ছিলো সেই দায়িত্ব কিন্তু আনসার সদস্যরা অত্যন্ত সুন্দরভাবে পালন করেছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আমরা সেই পূজা উদযাপন করেছি। তাই আমাদের দেশ সুন্দর-সফল করতে গেলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা গুরুপ্তপূর্ন।
এসময় তিনি আরো বলেন, আমাদের ৯০ দশকের ভার্সিটি জীবনে মাগরিমের সময় বাসায় ঢুকতাম। আজকাল শহর এলাকায় মধ্যরাত পর্যন্ত ছেলেরা বাইরে ঘুরে বেড়ায়। সে মোবাইল ফোনে কি করে আমরা জানি না। বিশ্ব তার কাছে উম্মুক্ত। সেই উম্মুক্ত দ্বার যাতে সঠিক উপায়ে ব্যবহার করতে পারে সেদিকে নজর দিতে হবে। বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনি এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন, ২২ আনসার ব্যাটালিয়ন পটুয়াখালীর পরিচালক সদন চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন আনসার ও ভিডিপির বরিশাল জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি। সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১০ জনকে পুরষ্কার প্রদান করা হয়।