
নুরে আলম, (বাবুগঞ্জ) :: ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করি, ইচ্ছাকৃতভাবে মানুষের দুঃখের কারণ হলে। আমাদের জবাবদিহিতায় পড়তে হবে। প্রচলিত আইনেও জবাবদিহিতায় না পড়লেও। পরকালে জবাবদিহিতায় পড়তে হবেই।
মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, অপ্রিয় হলেও সত্য অনেক সময় আমরা অনেক কিছু করতে পারিনা কিন্তু আমাদের করা উচিত। এখানে সকল কর্মকর্তা লাইবেলিটি রয়েছে। অনেক সময় আমাদের কিছু কর্তব্য রয়েছে। শত চেষ্টা থাকা সত্ত্বেও পালন করতে পারিনা। এ জন্য আপনারা ক্ষমা করবেন।আর সবসময় খেয়াল রাখবেন, আমরা যেন মানুষকে হয়রানি না করি, মানুষের দুঃখের কারণ না হই। এতে কিন্তু আমাদের জবাবদিহিতায় পড়তে হবে। এহকালে না পড়লেও পরকালে পড়তে হবেই। তাই কবি বলেছেন “এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন”।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা প্রকৌশলী কাজী ইমামুল হক আলীম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সুমন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কবির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন আর রশিদ, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের এসও রিয়াজুল ইসলাম প্রমুখ।


