
কে এম সফিকুল আলম জুয়েল :: ভাঙ্গারি পাড়ার ঐতিহ্যবাহী এস এস মডেল একাডেমির বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। সোমবার স্কুলের নিজস্ব আঙ্গিনায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বায়েজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা , উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব হাফেজ মোকাম্মেল হোসেন মোফাজ্জেল। এস এস মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও বরিশাল ক্রাইম টাইমসের সহ-সম্পাদক জনাব আশিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মিঠু, বিদ্যালয়ের সাবেক অভিভাবক ও সাংবাদিক ইলিয়াস শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম সফিকুল আলম জুয়েল। অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে, উদ্বোধনী নৃত্য ও শারীরিক কসরত প্রদর্শন করে। প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো বিষয়ে ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।


