ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ক্রিকেট খেলা নিয়ে ২ গ্রুপের সং*ঘর্ষ, আ*হত ১০

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোলায় ক্রিকেট খেলা নিয়ে ২ গ্রুপের সং*ঘর্ষ, আ*হত ১০

ভোলার মদনপুর ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নে পাটারি বাজারে বাহার ও বিল্লাল এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে হাফিজ উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলছিল। খেলার এক পর্যায়ে সেমিফাইনালে উঠা নিয়ে বাহার ও বিল্লাল এই দুই দলের পয়েন্ট নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথাকাটা কাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় মাঠে থাকা অন্যরা তাদের থামাতে গেলে তাদের ওপর চড়াও হয় দুই গ্রুপ। বিল্লালের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষই এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।