ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীর সিএন্ডবি রোডে আ.গুন

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত আল কারীম নামে একটি ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো দোকানটি ভষ্মিভূত হয়েছে। এতে করে পথে বসার উপক্রম হয়েছে ব্যবসায়ী হিরণের। গত শনিবার বিকেল ৬টার দিকে নগরীর কাজীপাড়া টিটিসি মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, আচমকা আল-কারীম অটোমোবাইল এর টিনশেড তৈরি দোতালা ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠতে দেখেন তারা। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করে সাহায্য চাওয়ার পাশাপাশি এলাকাবাসী পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। অল্পসময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এসে কাজ শুরু করে দেয়। তরে এরইমধ্যে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি।

ওয়ার্কশপের মালিক হিরণ বলেন, কীভাবে আগুন লেগেছে তা বলতে পারবোনা। ভিতরে একটি গাড়ির কাজ চলছিল। গাড়িটি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে এই ঘর পুনরায় নির্মাণ করতে আমার দশ লাখেও হবে কিনা সন্দেহ। তাছাড়া গাড়ি মেরামত সংশ্লিষ্ট মেশিন ও যন্ত্রপাতিও নষ্ট হয়েছে। পাশেই একটি ফার্মেসীসহ পাঁচ-ছয়টি দোকানপাট রয়েছে। তবে কারোই তেমন কোনো ক্ষতি হয়নি।

এদিকে সদর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা রবিউল হোসেন বলেন, স্থানীয়দের ফোন পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়েছিল। তবে তিনটি ইউনিট অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।