ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে মায়ের সাথে অভি.মান করে স্কুল ছাত্রীর আ.ত্মহ.ত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাবুগঞ্জে বিথি আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া গ্রামের মোঃ বারেক প্যাদার মেয়ে এবং ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
 পরিবার সূত্রে জানা যায়, রোববার (২ মার্চ ) সকাল ১১ টার দিকে সবার অগোচরে নিজ বসত ঘরে ঢুকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তবে কি কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
তবে স্থানীয় একটি সূত্র জানান, স্কুল ছাত্রী বিথী আক্তার কয়েকদিন পূর্বে নিজের হাতের একটি ব্রেসলেট হারিয়ে ফেলে যা নিয়ে তার মায়ের সঙ্গে রাগারাগি হয়। এ ঘটনার ক্ষোভে আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে বলে ওই সূত্রটি জানান।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে স্থল থেকে স্কুল ছাত্রীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।