ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল কীর্তনখোলা থেকে রাতের আঁধারে বালু উত্তোলন : ভাঙনের কবলে নদী এলাকার মানুষ

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল কীর্তনখোলা থেকে রাতের আঁধারে বালু উত্তোলন : ভাঙনের কবলে নদী এলাকার মানুষ।

নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী ও সদর উপজেলার বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজারে সয়লাব হয়েছে। এসব ড্রেজার দিয়ে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ।

 

এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। দীর্ঘদিন ধরে সদর উপজেলার দশটি ইউনিয়নে বিএনপির প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একাধিক চক্র। দীর্ঘদিন ধরে এ অপকর্মের প্রতিবাদ করলেও বালু উত্তোলন ঠেকানো যাচ্ছে না।

তাই অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। জানা যায়, বালুমহালের ইজারা না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু সদস্যদের মাসোয়ারা দিয়ে কীর্তনখোলা নদী থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র। এতে ভাঙনের শঙ্কায় পড়েছে বরিশাল নগরীসহ সদর উপজেলার কয়েকটি গ্রাম।

 

তবে মাসোয়ারা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালিত করছি। গত মাসেও অভিযান চালিয়ে তিনটি অবৈধ বাল্কহেডসহ পাঁচজনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ ড্রেজার বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল সদর উপজেলার বাসিন্দা রহিম গাজি বলেন, ক্ষমতায় যে যখন থাকে তারাই দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজার বাণিজ্য চালায়। বিগত দিনে চরবাড়িয়া, সায়েস্তাবাদ ইউনিয়নে ড্রেজার নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগ নেতা ও সাবেক বিসিসি কাউন্সিলর সৈয়দ আবেদ।

গত ৫ আগস্টের পর সেই ড্রেজার নিয়ন্ত্রণ করে চরমোনাই ইউনিয়নের সোহেল খন্দকার, সাগর, হিমেল, সজিব, রনি, মাসুম বিল্লাহসহ কয়েকজন। এছাড়া চরমোনাই ইউনিয়নের ইছাগুরা কালিগঞ্জ বাজারে অবৈধ ড্রেজার নিয়ন্ত্রণ করছে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, মেহেদি সিকদার, রিমন ও অহিদ তালুকদার। এদিকে সদর উজেলার জাগুয়া, কাশিপুর ইউনিয়নে বিএনপির নাম ভাঙ্গিয়ে কয়েকগ্রুপ বালু উত্তোলন করছে।

এভাবে দিনের পর দিন অবৈধ ড্রেজার চলতে থাকলে হুমকির মুখে পড়বে বরিশাল নগরীসহ সদর উপজেলার কয়েকটি গ্রাম বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের নেতারা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বরিশাল জেলার সম্পাদক রফিকুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলন চক্রকে রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে।

বরিশাল সদর উপজেলার এসিল্যান্ড আজাহারুল ইসলাম বলেন, এই চক্রের সদস্যরা অনেকটা কৌশলীভাবে রাতের আঁধারে বালু উত্তোলন করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই সটকে পরে চক্রের সদস্যরা। তিনি আরও বলেন, গত দুই মাসে কয়েকটি বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়েছে। অবৈধ ড্রেজার বন্ধে আমাদের অভিযান চলছে।

 

বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষদের সজাগ দৃষ্টি থাকলে অচিরেই বন্ধ হবে এসব অবৈধ ড্রেজিং বাণিজ্য। তাই রাতের আঁধারে নদীতে ড্রেজিং মেশিন দেখলেই প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।