ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ভোটার দিবস পালিত

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৩, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জাতীয় ভোটার দিবস পালিত।

 

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস উদ্যাপন উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিস এর আয়োজনে আলোচনা সভা গতকাল রোববার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট প্রদান করা জনগণের অধিকার । কোনভাবেই এই অধিকার নষ্ট করা যাবে না। গত ১৫ বছর এদেশের নাগরিকরা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এসময় তিনি সবাইকে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের লক্ষ্য। সেলক্ষ্যে বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে। যারা এখনো ভোটার হয়নি তাদেরকে তালিকাভুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শরিফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ।