
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালি সী-বিচে বেড়াতে গিয়ে এক কলেজ শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) বিকেলে পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
এই ঘটনায় রাশেদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী রাকিব নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগরের পাড়ে যাওয়া সময় চারজন যুবক তাদের ধরে পাশের ঝাঁউ বাগানে নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করে তারা। পরে পালাক্রমে ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে হেফাজতে নেয়া হয়। ঘটনাটি জানার জন্য মেয়েটির সাথে কথা বলা হচ্ছে। এই ঘটনায় জড়িতদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।