
নিজস্ব প্রতিবেদক :: পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকায় বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ শুনে সেই এলাকায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো চাঁদা বা বাকীতে কোনো পণ্য চাইলে দ্রুত তাকে বন্দী করে পুলিশে ধরিয়ে দিন। আপনি না পারলে আমাকে বা সদস্য সচিব জিয়া সিকদারকে ফোন করুন।
এসময় স্থানীয় ব্যবসায়ীদের কাছে নিজের ফোন নম্বর তুলে দিয়ে মনিরুজ্জামান ফারুক আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা মেনে চলতে আমরা প্রতিশ্রুতিব্ধ। চেয়ারম্যানের পরিষ্কার নির্দেশ রয়েছে দুর্নীতিবাজ ও চাঁদাবাজির স্থান বিএনপিতে হবে না। এর আগের দিন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন নগরীর বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ছুটে যান। তিনি সবাইকে সতর্ক করে বলেন, বিএনপির নামে কেউ চাঁদা চাইলে বেধে রাখবেন। এরপর পুলিশ অথবা আমাদের খবর দেবেন। যারা চাঁদাবাজি করে তাদের স্থান বিএনপিতে নেই।