নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে মায়ের নামে ছাত্রীনিবাস উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন।
দীর্ঘ প্রতিক্ষার পর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে উপচার্য(রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে ছাত্রীনিবাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, ছত্রীনিবাসটির প্রভোস্ট, শিক্ষকবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য রয়েছে দুটি ছাত্রীনিবাস তন্মধ্যে একটি হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছত্রীনিবাস যেটির নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২০১৬ সালে এবং শেষ হয় ২০২২ সালে। ২০২৩ সালের মার্চ থেকেই শিক্ষার্থীরা ছাত্রীনিবাসে উঠতে শুরু করে।
প্রসঙ্গত ৫ তলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসটিতে আবাসনের ব্যবস্থা রয়েছে ৬০০ শিক্ষার্থীর। রয়েছে হল রুম, টিভি রুম, রিডিং রুম, নামাজের স্থান, ফিল্টারিং করা পানির ব্যবস্থাসহ রয়েছে আধুনিক জীবনযাত্রার সব ধরনের উপকরণ।