
রবিউল ইসলাম রবি :: দাবি শুধু একটাই দ্রুত রাস্তার সংস্কার চাই। মুখরিত এই স্লোগান নিয়ে বরিশালের স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচিতে অংশনিয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি চৌমাথা বাজার সংলগ্ন রানির হাট টু সিদ্দিক বাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কর্ণকাঠি, চর আইচা, চরাদি, চরক রঞ্জী, দিয়ার চর, হলতা সহ ১০ গ্রামের প্রায় ৫শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। স্থানীয়রা জানান, বিগত ২/৪ বছর যাবৎ এই রাস্তার বেহাল দশায় চলাচলে অনুপযোগী হয়ে পরেছে। প্রায় অর্ধলক্ষ মানুষ যাতায়াত করে এই রাস্তা এই রাস্তা দিয়ে অর্ধশতাধিক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী চলাচল করে। চিকিৎসার জন্য এই রাস্তা দিয়েই বরিশাল শহরে নিয়ে যেতে হয় অত্র এলাকার সকল রোগী। রাস্তার এই বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীসহ স্থানীয় জনগণ। বহু প্রতিক্ষার পরে গত ২০২৪ সালের অক্টোবর মাসে শুরু হয় এ রাস্তা সংস্কারের কাজ। কিন্তু ৫/৬ মাস অতিক্রম হলেও আশানুরূপ কাজ হয়নি এ ব্যস্ততম রাস্তাটির। রাস্তার দুপাশ খুড়ে চরম ভোগান্তির সৃস্টি করে রেখেছে এই রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে এই চরম দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি পেতে এ রাস্তায় চলাচলরত জনগণ ও অটো চালকরা সম্মিলিতভাবে মানববন্ধন ও র্যালির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান। এ সময় উপস্থিত থেকে সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক হারুন-অর-রশিদ। তিনি বলেন, অতি দ্রুত এ রাস্তার সংস্কার করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণকাঠি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, চরাদি ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াস তালুকদার, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক, মো. হাসান মাহমুদ টিটু, সমাজসেবক মো. সহিদুল ইসলাম মুন্না, মো. বশির আহম্মেদ প্রমুখ। এ বিষয় রাস্তার ঠিকাদার মো. কালুর সাথে যোগাযোগ করলে তিনি নয় ছয় কথা বলে প্যাঁচ দিয়ে কথা বলেন। উলটো কারা মানববন্ধন করেছে তাদের দেখে নিবেন বলে জানান।