ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির দুই গ্রু*পের মধ্যে সং*ঘ*র্ষ

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২২, ২০২৫ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৩।

 

চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ব্যানার লাগানো ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে নগরীর খুলশীতে কুসুমবাগ আবাসিক এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লালখানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এর মধ্যে শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে জানা গেছে।

 

আহতদের মধ্যে দুইজন হলেন স্থানীয় যুবদলের জিহাদুর রহমান জিহাদ ও স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কামাল। তারা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আহত অপরজনের নাম রমিজ, তিনি প্রতিপক্ষ গ্রুপের।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।