
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নিখোঁ*জ শিশুর ম*র*দেহ উদ্ধার।
বরিশাল বিভাগের ঝালকাঠির নলছিটিতে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছধরা ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু রায়হান মল্লিক’র মরদেহ চার দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের একটি যৌথ দল।
শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নলছিটির দপদপিয়া লঞ্চঘাটের পল্টুন এলাকায় একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি দল ও বরিশাল নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। তাদের যৌথ প্রচেষ্টায় সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে মৃত শিশুটির পিতা হালিম মল্লিক উদ্ধারস্থলে এসে তার ছেলেকে সনাক্ত করেন। তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী লঞ্চ মিতালী-৫ নলছিটি পৌরসভার গৌরীপাশা এলাকা সংলগ্ন সুগন্ধ নদীতে একটি মাছধরা ট্রলারকে ধাক্কা দিলে শিশু রায়হান মল্লিক পানিতে তলিয়ে যায়, তার সাথের অন্যরা সাঁতরে তীরে এসে রক্ষা পায়।