ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল)  প্রতিনিধি :: বাবুগঞ্জের চাঁদপাশা দারুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানির সচিব মোঃআবুল বাশার এর সৌজন্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
চাঁদপাশা দারুল উলুম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
চাঁদপাশা দারুল উলুম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল কাদের মাল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার আল-মামুন, সমাজসেবক ইন্জিঃ মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষক তহমিনা,  মোসাঃ নিপু আক্তার, আঃহালিম, আরিফুর রহমান, মাওঃ আবদুল্লাহ হোসাইন , সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম আকন প্রমুখ।
মাদ্রাসাটি প্রয়াত শিক্ষক নজির আহমেদ কর্তৃক এই মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত  হয়ে এ পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। কিন্তু সরকার আসে সরকার যায় মাদ্রাসাটির উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাদ্রাসাটির শিক্ষক কর্মচারীদের একমাত্র দাবী এই সরকার ইবতেদায়ী মাদ্রাসাটি জাতীয়করণের আওতায় নিয়ে আসবেন।