
বাবুগঞ্জ প্রতিনিধি :: বাবুগঞ্জে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ৮ টি মামলায় দূরপাল্লার বাস ও বাস কাউন্টারের মালিককে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর নির্দেশনায় উপজেলা ঢাকা-বরিশাল মহাসড়কে রহমতপুর ও রামপট্টি এলাকায় এয়ারপোর্টে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
এসময় লাইসেন্স, রেজিস্ট্রেশন, রুটপারমিট বিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৮ টি পৃথক মাললায় ২২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সরকারি কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, বরিশাল জেলা প্রশাসক স্যার ও ইউএনও স্যারের নির্দেশনায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলাধীন রহমতপুর ও রামপট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স,রেজিস্ট্রেশন ও রুটপারমিট বিহীন এবং অতিরিক্ত যাত্রীবহন করায় ৮টি পৃথক মামলায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, ঈদ পরবর্তী যাত্রীদের ভোগান্তি লাগবের জন্য জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এরকম অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।