ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সড়কে যানজট নিরসন ও  ভোগান্তি কমাতে কাজ করছে র‌্যাব

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঈদ শেষে বরিশাল থেকে সড়ক পথে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন যাত্রীরা। সেক্ষেত্রে সড়ক পথ যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়কসহ নথুল্লাবাদে বাড়তি র‌্যাব-৮-এর সদস্যরা কাজ শুরু করেছেন। শনিবার (৫ এপ্রিল) থেকে সড়কপথে তারা এ দায়িত্ব পালন করছেন।

 

এদিকে, বরিশাল-ঢাকা মহাসড়কে যানজট কিছুটা কম বলে অনেকটা ঝামেলা মুক্ত হয়ে গন্তব্যে পৌঁছাতে পারলেও যাত্রীরা টিকিটের মূল্য বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন।বরিশাল র‌্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানিয়েছেন, মহাসড়ক যাতে করে যানজট মুক্ত থাকে, এজন্য থ্রি-হুইলার চলাচল নিয়মের আওতায় এনেছেন। যাত্রীদের কর্মস্থলে ফিরতে সড়ক পথে ভোগান্তি কমাতে তারা র‌্যাবের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।