
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর বিএনপির বিলুপ্ত ৩০টি ওয়ার্ড সমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যুগ্ম আহবায়ক ও সদস্যদের সমন্বয়ে ৮টি টিম গঠন করা হয়েছে।
৩, ১০, ২৭ ও ২৯ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন, সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মঞ্জুরুল আহসান জিসান, শেখ হুমায়ন কবির মাসুদ এবং দুলাল গাজী। ২২, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে যুগ্ম আহবায়ক মো: আল আমিন, সদস্য আহমেদ জাকি অনুপম, জাহিদুর রহমান রিপন, আরিফুর রহমান বাবু, নুরুল ইসলাম পনির।
১১, ১৩, ১৪ ও ২০ নম্বর ওয়ার্ডে যুগ্ম আহবায়ক আবু মুসা কাজল, সদস্য ওয়াহেদ ইবনে গোলাম কাদির, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, শামীমা আকবর, এ্যাড. সাঈদ খোকন।
৮, ৯, ১২ ও ১৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন যুগ্ম আহবায়ক আব্দুল হালিম মৃধা, সদস্য সাইফুল আনাম বিপু, জুলহাস উদ্দীন মাসুদ, আসাদুজ্জামান মারুফ, সুফিয়া আকতার।
২, ৪, ৭ ও ৩০ নম্বর ওয়ার্ডে যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য রফিকুল ইসলাম মঈন, কামরুল হাসান রতন, একেএম মিজানুর রহমান, মাসুদ হাওলাদার।
১৫, ১৭, ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডে যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম খান লিটু, সদস্য আল মাসুম, আব্দুল হক মাস্টার, সোহেল সিকদার, কাজী বশির। ৫, ৬, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, সদস্য এ্যাড. সরোয়ার হোসেন, এ্যাড. তছলিম, নওশাদ আহমেদ নান্টু, আব্দুর রহমান হাওলাদার এবং ১ ও ১৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন যুগ্ম আহবায়ক এ্যাড. আবুল কালাম আজাদ, সদস্য বদিউজ্জামান টলন, খসরুল আলম তপন, হাসিনা কামাল।