ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ বিমান বি*ধ্ব*স্ত নি হ ত ৬

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২৫, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক ::  থাইল্যান্ডের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতের কাছে পুলিশ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী ছয়জনই নিহত হয়েছেন। খবর আরব নিউজের।

রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং জানিয়েছেন, হুয়া হিন জেলায় প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

 

 

কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিমানের মডেল শেয়ার করেননি, তবে ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া গেছে তাতে একটি ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটার দেখা গেছে।

প্রাচুয়াব কিরি খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হুয়া হিন বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

 

ছবিগুলিতে দেখা গেছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে পড়ে আছে। বিমানটি দুটুকরো হয়ে গেছে।

আর্চায়ন জানিয়েছেন, বিমানে থাকা ছয়জনই পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন এবং পরে একজন হাসপাতালে মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। আর্চায়ন জানান, বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্যসহ প্রমাণ সংগ্রহ করছেন কর্মকর্তারা।