
নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা
বরগুনায় ২০২৩ সালে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ মোট ১৫৮ জনকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শহরের প্রধান সড়কে একদল ব্যক্তি সহিংস কার্যকলাপে জড়িয়ে পড়ে। এসময় জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
পাশাপাশি সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং হাতবোমা ফাটিয়ে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “নৈরাজ্য সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় মোট ১৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা।
তারা দাবি করেন, প্রকৃত ঘটনা তদন্তসাপেক্ষে দোষীদের শাস্তি হওয়া উচিত। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চালিয়ে যাচ্ছে।