ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চার যুবককে কু*পি*য়ে জ*খ*ম

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২১, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশাল নগরীর পলাশপুর এলাকায় পূর্বের শত্রুতার জেরধরে ও মাদকদ্রব্য, ইয়াবা, গাঁজা বিক্রয় প্রতিবাদ করায় চার যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত পরিবার জানান, নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর মোহাম্মদ পুর এলাকায় দীর্ঘদিন ধরে সোহাগ মুন্সি ও নিষিদ্ধ আওয়ামী ছাত্র লীগের সদস্য (৫আগষ্টে) ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী সুরুজ ও সম্রাট নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছেন।

 

চলতি মাসের প্রথম দিকে আহত যুবক পলাশ হাওলাদার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলা দায়ের করেন হামলাকারীরা ! আজ সোমবার (১৯মে) রাত আনুমানিক ১১টার সময় পলাশের বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত পরিবারের সদস্য মোঃ রাসেল হাওলাদার বলেন, তার বড় ভাই পলাশ হাওলাদার বাসার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় পূর্বের পরিকল্পিতভাবে সোহাগ মুন্সি ও তার ছেলে সম্রাট মুন্সি, সুরুজ, সুমন (তুলা সুমন) মুক্তা ও তার ভাইয়ের স্ত্রীসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

এসময় পলাশের ডাক চিৎকার শুনে স্থানীয় অনিক,মুন্না, কানাই ছুটে এসে উদ্ধার করার চেষ্টা করলে তাদের কুপিয়ে জখম করেন। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপালের কর্তব্যরত চিকিৎসক বলেন, গুরুতর আহত হওয়ায় কারনে আহতদের উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা লাগতে পারে।

 

আহতরা হলেন, নগরীর কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ড পলাশপুর (মোহাম্মদ পুর) এলাকার বাসিন্দা মোঃ পলাশ হাওলাদার, মুন্না, কানাই, অনিক। এবিষয় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নাজমুল নিশাত এর মুঠোফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে।