
নিজস্ব প্রতিবেদক ॥ ১০ দফা দাবিতে ৬ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহণ বন্ধ রেখে বরিশালে কর্মবিরতি করেছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক, চালক-শ্রমিকরা। গতকাল রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ কর্মবিরতি হয়। এসময় তারা তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭% করাসহ সওজ অধিদপ্তরের ইজারা, ভূমির ইজারা মাশুল আগের ন্যায় বহাল রাখাসহ ১০টি দাবি জানান। আন্দোলনরতরা বলেন, পাম্পের সংযোগ সড়কের ইজারা প্রাপ্ত ভূমির নবায়নকালীন সময়ে ইজারা নবায়নের আবেদনের সাথে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডার, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী দপ্তরে জমা প্রদান করলে তা ইজারা নবায়ন বলে বিবেচিত হওয়ার বিধান করতে হবে। বিএসটিআই দ্বারা আগের ন্যায় শুধু ডিসপেন্সিং ইউনিট, ষ্টেমপিং এবং পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ফিসগুলো আগের মত করতে হবে। আন্ডার গ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করতে হবে। অবলম্বে ১০ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।


