
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ খাদিজা বেগম নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্বামী মাদক কারবারের মূলহোতা সাগর হোসেন এ্যাপেল পালিয়ে যায়।
মঙ্গলবার (২৭ মে) দুপুর পৌণে ২ টার দিকে নগরীর কেডিসি বালুর মাঠ সংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনি থেকে তাকে আটক করা হয়।
আটক খাদিজা বেগম ওই এলাকার মোঃ সাগর হোসেন এ্যাপেলের স্ত্রী। আর পালিয়ে যাওয়া সাগর হোসেন এ্যাপেল মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ্ বলেন, গোপন সংবাদ ভিত্তিতে দুপুর পৌণে ২ টার দিকে নগরীর কেডিসি বালুর মাঠ সংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে খাদিজা বেগমকে আটক করা হয়। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তার স্বামী সোহাগ হোসেন এ্যাপেল পালিয়ে যায়। পরে তাদের ঘরের পাশে প্লাস্টিকের ড্রামের ভিতর কাগজের মোড়ানো ২ কেজি ৯৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত নারী মাদক কারবারি খাদিজা বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।