
নিউজ ডেস্ক :: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে চাপা দিয়ে পালিয়ে গেছে ঘাতক মালবাহী পিকআপ। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানান স্থানীয় এলাকাবাসী।
সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক ওই পিকআপটিকে সনাক্তের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ হাওলাদার।
মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩টার দিকে পাথরঘাটা-বামনা মহাসড়কের ডৌয়াতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম মোসা. সেতারা বেগম(৫৫)। তিনি ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মৃত্যু আবদুল করিমের স্ত্রী ও চার সন্তানের জননী।
স্থানীয়দের সাথে জানা গেছে- ঘটনার সময় সেতারা বেগম তার বাড়ীর সামনে থেকে সড়ক পাড়াপাড়ের জন্য দাড়িয়ে ছিলেন। এমন সময় পাথরঘাটা থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী পিকআপ গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে সড়কে থাকা একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ভ্যান গাড়িটিসহ ওই দ্রুতগতির পিকআপটি সড়কের পাশে দাড়িয়ে থাকা ওই নারীর শরীরের ওপর উঠে যায়। এতে ওই ভ্যান চালকও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দুজনকে তাৎক্ষণিক স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে তাদের নিয়ে আসলে সেখানের চিকিৎসকরা সেতারা বেগমকে মৃত্যু ঘোষনা করেন। গুরুতর আহত ওই ভ্যান চালককে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত ভ্যান চালকের পরিচয় সনাক্ত করা যায়নি।
নিহত সেতারা বেগমকে চাপা দেওয়া ওই পিকআপ ভ্যানটি তাৎক্ষনিক পালিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার বলেন, নিহতের পরিবারের পক্ষে থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। যেহেতু পরিবারের কারো কোন অভিযোগ নেই তাই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় একটি ক্লিনিকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পিকআপ গাড়ী ও তার চালককে আটকের চেষ্টা চলছে।