
নিজস্ব প্রতিবেদক :: ঈদুল-আজহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে কলেজের ক্লাসগুলো বন্ধ থাকবে। সরকারি গেজেটভুক্ত ছুটির দিন ব্যতীত সব কর্মদিবসে দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য বিভাগীয় প্রধান বা তার প্রতিনিধির বিভাগে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার জন্য বিভাগীয় প্রধানদের অনুরোধ করা হলো।


