ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ইউএনও অ*প*সা*র*ণের দা*বিতে ক্ষু*দ্র ব্য*ব*সা*য়ীদের বি*ক্ষো*ভ মিছিল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: এবার পটুয়াখালীর কলাপাড়া ইউএনওর বিরুদ্ধে ফুঁসে উঠেছে কুয়াকাটার বিভিন্ন শ্রেণিপেশার ক্ষুদ্র ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসন কর্তৃক বার বার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে কাফনের কাপড় পরে ইউএনও রবিউল ইসলাম এর অপসারণ দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঝাড়ু জুতা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

এতে ক্যামেরাম্যান, স্টুডিও মালিক সহ সৈকতের কয়েক শতাধিক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। এর আগে মঙ্গলবার সন্ধানী ক্লাব ও স্টুডিও মালিকরা ইউএনওর বিরুদ্ধে মিছিল করে। বিক্ষোভকারীরা এসময় কাফনের কাপড়, জুতা, ঝাড়ু নিয়ে মিছিল করে। মিছিলে থেকে ইউএনও রবিউল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এসময় বিক্ষোভকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, পর্যটনের পরিবেশ প্রতিবেশ রক্ষার নামে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উচ্ছেদের নামে বার বার উচ্ছেদ করা সহ নানা ধরনের হয়রানি করে আসছে। তালাবদ্ধ স্টুডিওর তালা ভেঙে কম্পিউটার সহ বিভিন্ন মালামাল জব্দের নামে লুট করে নিয়ে যায়। বিক্ষোভকারীরা দাবি করেন, ইউএনও তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। আমরা ইউএনওর কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরো দাবি করেন, ইউএনও রবিউল ইসলাম স্বৈরাচার আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করেছে। সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান এর আস্থাভাজন ছিল। এমন একজন মানুষ প্রশাসনে থাকতে পার না। বিক্ষোভকারীরা এসময় ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলেন, সৈকতে সরকারি জমিতে প্রভাবশালীরা অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছে তাদেরকে বাধা দিচ্ছে না।

অথচ ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করার কারণে তারা নিঃস্ব হয়ে গেছে। আমরা এর প্রতিকার চাই। এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম গণমাধ্যমকে এমন অভিযোগ অস্বীকার করে বলেন, বীচ ম্যানেজমেন্ট কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক স্টুডিও বন্ধসহ সৈকতের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে সৈকতের সৌন্দর্য নস্ট হচ্ছে। ব্যবসায়ীদের ডিসি পার্কের পূর্বপাশে মার্কেটের জায়গা দিলেও তারা সেখানে যেতে চাচ্ছে না। এ বিষয়ে বীচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত দিবেন।