
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নতুন করে ১১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে জনমনে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে অধিকাংশই নগর এলাকার বাসিন্দা। তবে বিভিন্ন উপজেলাতেও রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও অপর্যাপ্ত মশক নিধন কার্যক্রমের কারণে এডিস মশার বিস্তার বাড়ছে, ফলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ায় শয্যা সংকট দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানিতে মশা যেন ডিম না পাড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিস্তারিত আসছে….