নিউজ ডেস্ক :: মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক শাকিল খান হতে চান আওয়ামী লীগের এমপি।
অনেকদিন ধরেই বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন গণসংযোগে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে চিত্রনায়ক শাকিল খানকে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
শাকিল খান বলেন, রামপাল-মোংলার মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করব। এলাকায় অনেক কাজের সুযোগ রয়েছে। মোংলার এপার-ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন।
তিনি বলেন, এই সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করবো। মোংলা-রামপালের মানুষ আমার পাশে আছে। আশা করি প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেবেন।