ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে সিচকে চো*রের উ*প*দ্র*ব বেড়েছে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৭, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নগরীর হাসপাতাল রোড, ঝাউতলা ও নতুন বাজার এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দিনে রাতে সমান তালে সিচকে চোরের দৌরাত্ম বেড়েছে। গতকাল রাতে হাসপাতাল রোড সদর হাসপাতালের সামনে হেলথ হ্যাভেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্ভিস তামার তার (থ্রি ফেইজ) মিটার ও লাইট পোস্ট থেকে কেটে নিয়ে গেছে। প্রায় ১০০ গজ এই তামার তার দাম প্রায় ২০ হাজার টাকা। হেলথ হ্যাভেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ জানান সকালে তারা ল্যাবে এসে দেখেন বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারনে অনেক রোগীর পরীক্ষা নিরিক্ষা করা যায়নি। পরে বিদ্যুৎ বিভাগের লোক এসে জানান তাদের (থ্রি ফেইজ) তামার তার কাটা। এর আগে আরো কয়েকটি দোকানের মিটারসহ তার চুরি করে নিয়ে গেছে চোরেরা। উল্লেখ্য সদর হাসপাতালের সামনে চিহ্নিত কিছু মাদকসেবি ও সিচকে চোর প্রায়ই হাসপাতালের ভিতরে এবং সামনে দোকানে চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে একাধিক সুত্র জানিয়েছে। এব্যাপারে থানার লিখিত অভিযোগ দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।