
নিজস্ব প্রতিবেদক :: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এ বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সদস্যদের নিয়ে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক অ্যাকাডেমির হলরুমে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। পিএফজি’র উপজেলা কো—অর্ডিনেটর জেমস রিপন বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা কো—অর্ডিনেটর মনিবুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর ডা. মাহাবুবুল ইসলাম মাহাবুব, সুমা কর, পিএফজি সদস্য শিক্ষক মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা চিন্ময় চক্রবর্তী, পবিত্র রানী রায়, সান্ত্বনা বেগম, নিবেদিতা হালদার, পলি আক্তার, সাংবাদিক সাইফুল ইসলাম, মো. শামীমুল ইসলাম শামীম, দি হাঙ্গার প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটনসহ প্রমুখ।