ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বিএনপি-ছাত্রদল সংঘ*র্ষ: চি*কিৎ*সা*ধী*ন অ*ব*স্থা*য় একজনের মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২২, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::

নরসিংদীর পলাশে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে আহত ছাত্রদলকর্মী ঈসমাইল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা আব্দুর রহিম ভূঁইয়া।

ঈসমাইল হোসেন পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে ও পলাশ ছাত্রদলের কর্মী। 

নিহতের বাবা বলেন, দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে মারা যান। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। রাতেই দাফন করা হবে নরসিংদীতে। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বিচার দাবি করেন তিনি।

থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর পাপন জানান, নিহত ঈসমাইল হোসেন ছাত্রদলের কর্মী ছিলেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও তার সমর্থকদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। জানান, গেল ১৫ জুন ছাত্রদলের মিছিলে জুয়েলের লোকজন হামলা ও গুলি চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে ছিলেন ঈসমাইল।

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ৬ দিন ভর্তি থেকে শেষ পর্যন্ত মারা যান তিনি।  

সংঘর্ষের দিনই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদি হয়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে পলাশ থানায় মামলা করেন। পরে, জুয়েলের পক্ষ থেকেও আরেকটি মামলা করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বিএনপি নেতা জুয়েলকে গ্রেফতার করে পুলিশ।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন ছাত্রদলকর্মী মারা যাওয়ার খবর শুনেছেন বলে জানান। ডেথ সার্টিফিকেট হাতে পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।