ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অসু*স্থ যুবদল নে*তাকে দেখতে গেলেন, মজিবর রহমান সরোয়ার

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২২, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাইনুদ্দিন রুবেল গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবরে শনিবার (২২ জুন ২০২৫) বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।

হাসপাতালে উপস্থিত হয়ে তিনি মাইনুদ্দিন রুবেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আব্দুল্লাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়সাল।

নেতারা রুবেলের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।