ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বারবার ন্যা*ড়া হলে কি স*ত্যি*ই চুল ঘন হয়?

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::

বয়স বাড়ার সঙ্গে অনেকের চুল পাতলা হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। চুল পড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। পুষ্টির ঘাটতি, হরমোনের পরিবর্তন, জেনেটিক প্রভাব বা মানসিক চাপ এর জন্য দায়ী হতে পারে। এ ছাড়া অতিরিক্ত রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার, অনিয়মিত জীবনযাপন বা থাইরয়েডের সমস্যাও চুলের ঘনত্ব কমায়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং চুলের যত্ন নিয়মিত রাখলে এই সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

চুল পড়ার সমস্যা অনেকের কাছে মানসিক চাপের কারণ। এ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে গিয়ে অনেকে মাথা ন্যাড়া হওয়াকে সমাধান মনে করেন। কেউ কেউ বিশ্বাস করেন, এতে নতুন চুল বেশি ঘন ও মজবুত গজায়।

তবে চিকিৎসকদের মতে, ন্যাড়া হওয়ার সঙ্গে চুলের ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে জানানো হয়, ন্যাড়া হওয়ার পর নতুন গজানো চুল আপাতদৃষ্টিতে ঘন মনে হয়। বিশেষ করে চুল ছোট থাকলে মাথায় হাত দিলে ঘনত্ব বেশি অনুভূত হয়। তবে এটি এতটা সহজ নয়। চুল যত বড় হতে থাকে বোঝা যায় আগের মতোই আছে। এর কারণ হলো—চুলের ঘনত্ব কমে যায়, তার সবচেয়ে বড় কারণ, মাথার ত্বকের তলায় গোড়াগুলো শুকিয়ে যায়। ওই মৃত গোড়াগুলো থেকে আর নতুন করে চুল গজায় না। 

অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে ত্বকের গোড়ায় লুকিয়ে থাকা চুলের ফলিকল সক্রিয় হয়ে নতুন চুল গজাবে। তবে এটি সত্য নয়। মাথা কামালেও এমন কোনো লুকানো গোড়া থেকে চুল বের হয় না।

ন্যাড়া হওয়ার একটি সুবিধা অবশ্য আছে। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, তাদের লম্বা চুল বেশি ঝরে। ন্যাড়া হওয়ার পর নতুন চুল গজালে তা সাধারণত ততটা সহজে পড়ে না।