
নিউজ ডেস্ক :: রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বাপ্পীর সাভারের ভাড়া বাসা থেকে ৬৭ রাউন্ড গুলি তিনটি ম্যাগাজিনসহ আরও দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১৮ জুন রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামে একজনকে আটক করে।
পরবর্তীতে ১৯ জুন রাত সোয়া ১২টার দিকে মাদকসহ আটক আবদুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্টনের থেকে আসা সিলভার রঙের প্রাইভেটকারকে ডিবি পুলিশ সদস্যরা সিগন্যাল দিয়ে থামানোর চেষ্টা করে। এ সময় গাড়িতে অবস্থান করা মাদক কারবারি ও সন্ত্রাসীদের তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে শীর্ষ সন্ত্রাসী বাপ্পী হঠাৎ ডিবি পুলিশ সদস্যদের লক্ষ করে গুলি বর্ষণ শুরু করেন এবং তিনি পালিয়ে যান। তবে গাড়িতে অবস্থানরত অন্য সদস্যদের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পরে পুলিশের ওপর গুলির ঘটনায় জড়িত বাপ্পী দেশ ছাড়তে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দোতলা বাড়িতে অবস্থান নেন। সেখানে নজরুলের জামাতা আবু খালিদ সাইফুল্লাহ ও বোমা রিপন এবং কামরুল হাসান উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পৃথক অভিযানে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন ও দেড় শতাধিক গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই সহযোগী হলেন, আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসান।
ডিবি পুলিশ বলছে, গ্রেপ্তার এড়াতে সীমান্ত দিয়ে দেশ ছাড়ার আগে যশোরে একটি বাড়িতে আত্মগোপনে থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের তথ্য জানতে পেরে আসামি যশোরের লুকিয়ে থাকা বাসার গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সেই বাসার নারী ও শিশুকে হত্যার হুমকি দিতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পরে বাপ্পীর দেওয়া তথ্য মতে, ডিবি পুলিশের সদস্যরা শনিবার (২৮ জুন) রাজধানীর ডেমরা থানার বসতবাড়ি আবাসিক এলাকায় বাপ্পীর বাসায় অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, ৪টি গুলি ভর্তি ম্যাগজিনসহ সর্বমোট ১৫১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, ২০১০ সাল থেকে বাপ্পী মাদক বিক্রি করে আসছেন। বিভিন্ন সময়ে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। পাশাপাশি তার গ্রুপের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তালেবুর রহমান জানান, তার বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মামলায় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অস্ত্র-গুলির সন্ধান মেলে। বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ জুন) সাভারের রেডিও কলোনি এলাকায় তার ভাড়া বাসা থেকে আরও দুটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি। এঘটনায় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।