ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫

নরসিংদীতে ট্রে নে কা*টা পড়ে স্বা*মী-স্ত্রী*র মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন—জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাসফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নরসিংদী সদরের সাহেপ্রতাব এলাকায় একটি কলেজে লেখাপড়া করতেন তাদের ছেলে। আজ বিকেলে ছেলের লেখাপড়া ও সার্বিক খোঁজখবর নেয়ে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। তারা মোটরসাইকেলে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচেড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।