ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে সাবেক চেয়ার*ম্যা*নের বিরু*দ্ধে প্র*তারণার অভি*যোগে তদ*ন্ত প্রতিবেদন আদালতে দা*খিল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::

পটুয়াখালী বাউফলের কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার জামাল স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের মে মাসে সরকারি কিভাবে বরাদ্দ থাকা কালিশুরী বাজারে সিসিটিভি ক্যামেরা সরকারিভাবে বসানোর কথা থাকলেও ইউনিয়ন পরিষদের কথা বলে কালিশুরী বাজারের সহজ সরল ব্যবসায়ীদের সাথে প্রতারণার মাধ্যমে ও মিথ্যার আশ্রয় নিয়ে তার নিজস্ব বাহিনী দিয়ে পাঁচ লক্ষাধিক টাকার অধিক আদায় করেন যা তখন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বাজারের ব্যবসায়ীরা ভয়াবহ প্রতারণার খবর শুনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ৫ ই আগষ্টের পরে উক্ত প্রতারণার বিষয় সার্জেন্ট অবঃ আল মামুন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র চীফ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করেন যাহার নাম্বার সি আর ৩৯৯/২৪ মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত প্রতিবেদক দাখিল করার জন্য এস আই কাওছার নির্দেশ দেয় আদালতে নেছার উদদীন শিকদার জামাল আসামি করে মামলা করা হলে। পিবিআই তদন্তে আরো ৫ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তাদেরকে অভিযুক্ত করে  মোট ৬ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্তে অভিযুক্ত আসামীরা হলেন,কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব তালুকদার,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বজলু শিকদার,সাধারণ সম্পাদক ফারুক ফকির,৪নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের শিকদার,৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি কালাম খান।