ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫

এবার এইচএসসি পরী*ক্ষা*য় বরিশাল শি*ক্ষা বোর্ডে ছাত্রী বেশি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৫, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ছাত্রী পরীক্ষার্থী বেশি। এ বছর বরিশাল বোর্ডের অধীনে অংশ নেবে ৬১ হাজার ২৫ পরীক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩২ হাজার ২৩১ জন। ছাত্র ২৮ হাজার ৭৯৪ জন। মোট ৩৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে পরীক্ষার্থী ৪৩ হাজার ৯ জন। বিজ্ঞান বিভাগে ১১ হাজার ৮৪১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছয় হাজার ১৭৫ জন।

বিজ্ঞান বিভাগে ছাত্র পাঁচ হাজার ৩৮৫ ও ছাত্রী ছয় হাজার ৪৫৬, মানবিক বিভাগে ছাত্র ১৯ হাজার ৬৪৯ ও ছাত্রী ২৩ হাজার ৩৬০, ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র তিন হাজার ৭৬০ ও ছাত্রী দুই হাজার ৪১৫ জন।