ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরী*ক্ষা*র কে*ন্দ্র পরিদর্শনে শি ক্ষা উপদে*ষ্টা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর দুটি কেন্দ্র পরিদর্শন শুরু করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা পৌনে ১১টার পর তিনি প্রথমে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন। এরপর তিনি সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলেন, পরীক্ষার সার্বিক পরিবেশ, কেন্দ্রের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনার অংশ হিসেবে শিক্ষা উপদেষ্টার এই পরিদর্শন। কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে শিক্ষা উপদেষ্টার ব্রিফিং করার কথা রয়েছে।  

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা কেন্দ্র পরিদর্শনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।