ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বাড়ছে ডে*ঙ্গু: অ*স্বা*স্থ্য*কর পরিবেশে চিকিৎসা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮ জনের। এরমাঝেই হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা চলছে আক্রান্তদের। 

মশারীও জুটছে না। হাসপাতালের অধিকাংশ ফ্যানই নষ্ট। অপরিস্কার বাথরুম। ডেঙ্গু রোগীদের মশারীর নিচে রেখে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম থাকলেও বাস্তব বিপরীত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। 

নানাক্ষেত্রে অব্যবস্থাপনা হাসপাতালটিতে। তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। নষ্ট লিফটের কারণে গুরুতর রোগীদেরও সিঁড়িতে ওঠানামা করতে হয়। এছাড়া অধিকাংশ ফ্যান বিকল। গরমে সুস্থদেরও অসুস্থ হয়ে যেতে হয়। 

ধারন ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় কিছুটা হিমসিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে। বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ৪২৪ জন। বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬ শ ৭৯ জন।