ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি প্রফেসর ড. আনিসুজ্জামান

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল -এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনিসুজ্জামান পরিবর্তিত পরিস্থিতির কারনে গত ৭.১২.২০২৪ তারিখে পদ থেকে পদত্যাগ করেন, আবার পরের দিন ৮ ১২.২০২৪ তারিখে পদত্যাগ পত্র প্রত্যাহার করে নেন। এই বিষয়ে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। তিনি নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং ইউনিভার্সিটি সার্বিক বিষয়ে খোজখবর রাখছেন।

উল্লেখ্য, ড. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এমফিল করার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে দার্শনিক নৃতত্ত্বের উপর ১৯৮৮ খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ খ্রিষ্টাব্দে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যুক্তরাষ্ট্রের অ্যান্ডরুজ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট পর্যায়ে গবেষণা করেন। তিনি ১৯৯৭-৯৮ সেশনে পুনরায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ‘তুলনামূলক ধর্ম ও দার্শনিক নৃতত্ত্বের’ উপর ডক্টরেট-পরবর্তী গবেষণা সম্পন্ন করেন।

প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা, তুলনামূলক ধর্মতত্ত্ব, বাংলাদেশের সমাজ, সামাজিক অবস্থা, তরুণ প্রজন্ম, ফকির লালন সাঁইয়ের জীবন দর্শনসহ সামাজিক ও মানবিক বিদ্যার বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র ও নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক, স্যার এ. এফ. রহমান হলের প্রভোস্টসহ অনেক একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।