ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম*ল*চ*ত্ব*রে গাছে ওড়না পেঁ*চিয়ে তরুণীর আ*ত্ম*হ*ত্যা*র চে*ষ্টা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৭, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে এক তরুণী গাছের সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার পর এ ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক ভাবে জানা যায় মেয়েটির নাম সুরাইয়া আক্তার প্রাপ্তি । বয়স আনুমানিক ২০ বছর।‌ গ্ৰামের বাড়ি রংপুর।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠাই। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি আসছেন। মেয়েটির চিকিৎসা চলমান আছে। মেয়েটি আমাদের ক্যাম্পাসের না।