ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৬ বছরে শিক্ষক নিয়োগে অনিয়মের ত*থ্য আ*হ্বা*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৭, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তথ্যপ্রমাণসহ লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে এ বিষয়ক তদন্ত কমিটির কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির সদস্যসচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তাঁর বরাবর অভিযোগ দাখিলের অনুরোধ করা হয়েছে।

গত ১৭ মার্চ সিন্ডিকেট বৈঠকে এ-সংক্রান্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য আ কা ফিরোজ আহমদ, আইন অনুষদের বর্তমান ডিন। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।