ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫

উজিরপুরে সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হা*মলা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৭, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠায় সুদের টাকা না দেয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ভাংচুর করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়- উপজেলার বড়াকোঠা ২নং ওয়ার্ডের কালাম বেপারীর ছেলে মোঃ লোকমান বেপারী ওই এলাকার আঃ মান্নান বেপারীর ছেলে মনির হোসেন বেপারীকে সুদে ২ লক্ষ টাকা দেয়। পরে মনির হোসেন সুদসহ নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরেও লোকমান বেপারী আরো সুদের টাকা দাবি করে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩ টার দিকে মোঃ মনির হোসেন বেপারীসহ তার পরিবারের সদস্যদের সুদের টাকার দাবি করে প্রকাশ্যে বিভিন্ন ভয়ভীতি, হুমকি দেয় ও গালিগালাজ করে লোকমান বেপারী। এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র নিয়ে মনির হোসেনের উপর পরিকল্পিত হামলা চালায় এবং মোটরসাইকেল ভাংচুর করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় অল্পের জন্যে প্রানে বেঁচে যান মনির হোসেন।

হামলার ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন বাদী হয়ে অভিযুক্ত লোকমান বেপারীর বিরুদ্ধে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মনির হোসেন সাংবাদিকদের জানান- আওয়ামী লীগের দোসর ও সুদ ব্যবসায়ীর লোকমান বেপারীকে সুদসহ ২ লক্ষ ২০ হাজার টাকা পরিশোধ করি। এরপরেও আরো সুদের টাকার দাবি করে অস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায় এবং আমার মোটরসাইকেল ভাংচুর করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে লোকমান বেপারী।

তিনি আরও বলেন- এলাকায় মূর্তিমান আতঙ্কের নাম সুদ ব্যবসায়ী লোকমান। ইতিপূর্বেও আমার উপর একাধিকবার হামলা চালায়।

অভিযুক্তকে পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে অভিযুক্ত হামলাকারী লোকমান বেপারীকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।