ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৪৩০টি পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

 

চলুন, একনজরে দেখে নিই বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৫

 

পদের নাম ও বিবরণ

 

 

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

পদসংখ্যা : ২৮০ (পুরুষ)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ-৩.৫০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।

 

 

 

২. রেগুলেটিং

 

 

পদসংখ্যা : ১২ (পুরুষ), ৮ (মহিলা)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।

 

 

 

৩. রাইটার

 

 

পদসংখ্যা : ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

 

 

 

৪. স্টোর

 

 

পদসংখ্যা : ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

 

 

 

৫. মিউজিশিয়ান

 

 

পদসংখ্যা: ৮ (পুরুষ)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

 

 

 

৬. মেডিকেল

 

 

পদসংখ্যা : ১০ (পুরুষ), ৬ (মহিলা)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ-৩.৫০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

 

 

 

৭. কুক

 

 

পদসংখ্যা : ২৫ (পুরুষ)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-২.৫০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ)

 

 

 

৮. স্টুয়ার্ড

 

 

পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-২.৫০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

 

 

 

 

 

৯. টোপাস

 

 

পদসংখ্যা : ১৫ (পুরুষ)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

 

 

 

 

 

১০. এমওডিসি (নৌ)

 

 

পদসংখ্যা : ৮ (পুরুষ)।

 

 

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

 

 

শারীরিক যোগ্যতা : উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)

 

 

বেতন-ভাতা : সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে—

 

 

১. নাবিক : ১৭ থেকে ২০ বছর।

২. এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর।

 

অন্যান্য শর্ত (সব পদের জন্য)

১. সাঁতার জানা অত্যাবশ্যক।

২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।

৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।

আবেদনের নিয়ম

www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি : ৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।

আবেদনের শেষ সময় : ৫ অক্টোবর ২০২৫

 

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে