
নিজস্ব প্রতিবেদক :: প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় শাক বিক্রেতা মোস্তাফা ভাইয়ের জীবনসংগ্রামের খবর প্রকাশিত হওয়ার পর, আজ সন্ধ্যা ৭টার দিকে তার খোঁজ নিতে ছুটে যান বরিশাল সমাজসেবার সহকারী পরিচালক ও মানবিক উদ্যোক্তা সাজ্জাদ পারভেজ।
এ সময় তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘৮৪ ইভেন্ট’-এর পক্ষ থেকে মোস্তাফার সবজি বিক্রির জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করেন। এর আগে, ঈদ উপলক্ষেও মোস্তাফাকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছিলেন তিনি।
এই সহায়তা সম্পর্কে সাজ্জাদ পারভেজ বলেন, “আমি তার স্বল্প চাহিদা পূরণ করে কৃতার্থ হইনি, বরং আমি কৃতজ্ঞ—কারণ তার নিরলস পরিশ্রমের পাশে দাঁড়িয়ে তাকে একটু এগিয়ে যেতে সাহায্য করতে পেরেছি। এটি কেবল সহানুভূতির প্রকাশ নয়, বরং একজন সংগ্রামী মানুষের স্বপ্নযাত্রায় সাথী হওয়ার আন্তরিক প্রয়াস।”
মোস্তাফা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন মোড়ে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। জীবনযুদ্ধে অবিচল এ মানুষটির সাহসিকতা ও আত্মমর্যাদাবোধ অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।