ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মহাসমাবেশে আসার পথে ছয়জনের মৃ*ত্যু*তে চরমোনাই পীরের শোক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৮, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছয় নেতাকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে শ্রীনগরে পাঁচজন ও টাঙ্গাইলে একজন নিহত হন।

ঘটনার পর এক শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আমাদের ছয়জন সাথী শাহাদাতবরণ করেছেন—এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।

আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না। এই আত্মত্যাগ আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবো।