ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে একদিনে ডে ঙ্গু আ*ক্রা*ন্ত হয়ে শিশুর মৃ*ত্যু, হাসপাতালে ভ র্তি ১৪১

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৮, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. তোহা (২) নামের শিশুটি মারা যায়। ওই শিশু ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. সোহেল মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল। ফলে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়াল ১২। এর মধ্যে ছয়জন বরগুনা জেলার বাসিন্দা।

আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। এর মধ্যে ৬৮ জনই বরগুনা জেলার। চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬। এর মধ্যে শুধু বরগুনা জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০০ জন।

বরগুনায় গত মার্চ থেকেই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় আছে। গতকাল ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ২৩৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁদের চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৫৪। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৪ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭, বরিশাল সদর হাসপাতালে ১০, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪, ভোলায় ৩ ও পিরোজপুরে ৯ জন। ঝালকাঠিতে নতুন করে কেউ ভর্তি হননি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বরিশাল বিভাগের অন্য জেলাগুলোয় পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে।’